মেহেরপুর পৌর কলেজ-ঝাওবাড়িয়া রোড সংলগ্ন মাদ্রাসাতুল হাসনাইন কওমি মাদ্রাসা ও মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন এর উদ্বোধন করা হয়েছে।
গতকাল রবিবার সকালে মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করেন।
শাইখ উল হাদিস মাওলানা মোহাম্মদ ইব্রাহিম খলিল কাশেমীর সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হযরত মাওলানা আব্দুর রাজ্জাক নদভী, শাইখ উল হাদিস মাওলানা রুহুল আমিন।
মাওলানা মুফতি আব্দুল গফুরের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, হযরত মাওলানা হামিদুল ইসলাম, হযরত মাওলানা মাজহারুল ইসলাম, হযরত মাওলানা মুফতি হাফিজুর রহমান, হযরত মাওলানা শফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় সেখানে দোয়া ও মোনাজাত করা হয়।