মেহেরপুরে “বিদেশ ফেরত অভিবাসী কর্মীদের পুনরেকত্রীকরণে রেইজ প্রকল্পের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দিনব্যাপী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের পরিচালক (আইআরপি) উপসচিব মোঃ গিয়াস উদ্দিন।
মেহেরপুর জেলা প্রশাসন ও কুষ্টিয়া ওয়েলফেয়ার সেন্টার আয়োজিত সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাঃ তানভির হাসান (রুমান), অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান, সদর উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজীব হাসান, পাবনা ওয়েলফেয়ার সেন্টারের সহকারি পরিচালক মোঃ আবু সাঈদ, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি)র অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদার, সৌদি প্রবাস ফেরত রোমানুল হক, শহিদুল হক, শালিখা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাশ্বত নিপ্পন, জেলা ব্র্যাকের সমন্বয়কারী শেখ মইনুল হুদা, সাংবাদিক দিলরুবা খাতুন প্রমুখ।
সেমিনারে প্রবাস ফেরত অভিবাসী , সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।