মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্দ্যোগে অসহায়-দুস্থ মানুষের মাঝে ত্রাণ ও শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে মেহেরপুর জেলা পরিষদ চত্বরে অসহায়-দুস্থ মানুষের মাঝে এই ত্রাণ ও শীত বস্ত্র বিতরণ করা হয়।
মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল উপস্থিত থেকে ৫০০ পরিবারকে ত্রাণ সামগ্রী এবং ৩০০ পরিবারকে শীতবস্ত্র বিতরণ করেন ।
এ সময় সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার একরামুল হক, মেহেরপুর জেলা রেড ক্রিসেন্টের সদস্য আব্দুর রব বিশ্বাস, যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান খন্দকার সামসুজোহা সোহাগ প্রমুখ।