মেহেরপুরে লকডাউনের ষষ্ঠ দিনে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা মেহেরপুর শহরে জনসচেতনামূলক অভিযান চালিয়েছে। লকডাউন কার্যকর করতে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে শুরু করে হোটেল বাজার, বড়বাজার, কাথুলী বাসস্ট্যান্ড, ছহিউদ্দিন ডিগ্রী কলেজ এবং কলেজ মোড় পর্যন্ত সচেতনামূলক অভিযান চালায় সেনাবাহিনী।
মেহেরপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান, বাংলাদেশ সেনাবাহিনীর যশোর সেনানিবাসের ২৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি রওশন আলম এর নেতৃত্বে সেনাবাহিনীর সদস্য এবং মেহেরপুর সদর থানা পুলিশের সদস্যরা জনসচেতনামূলক অভিযানে অংশগ্রহণ করেন এবং বিনা কারণে বাইরে ঘোরাঘুরি করার কারণে মোবাইল কোর্টের মাধ্যমে সদর উপজেলার গোভীপুর গ্রামের রাইয়ানকে ৩০০ টাকা, হোটেল বাজার এলাকার রাশেদুল রহমান কে ২০০ টাকা এবং বড় বাজার এলাকার তপন কুমার বিশাস ১০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।