ছয়দিন ব্যাপি বইমেলাসহ এবার মেহেরপুরের শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে ব্যাপক কর্মসূচি নেয়া হয়েছে।
রবিবার বলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।
জেলা প্রশাসক মো. আতাউল গনির সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌফিকুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, পিরোজপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, সাধারণ সম্পাদক মাহাবুব চান্দু প্রমুখ।
প্রস্তুতিসভায় ড. শহীদ সামসুজ্জোহা পার্কে ১৬-২১ ফেব্রুয়ারি পর্যন্ত বই মেলা, ভাষা সংগ্রামীদের সংবর্ধণা, আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যালীসহ একুশের প্রথম প্রহরে শহীদ ড. সামসুজ্জোহা পার্কে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সুর্যোদয়ের সাথে সাথে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, প্রভাতফেরি, চিত্রাংকন, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনার আয়োজন করা হবে । সভায় সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মেপ্র/ইএম