তুরাগ পাড়ে ইজতেমার ময়দানে হামলার প্রতিবাদে মেহেরপুরে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর ৭ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়।
আজ শনিবার (২১ ডিসেম্বর) বেলা ১২ টা থেকে মেহেরপুরের কোর্ট মোড়ে ঘন্টা ব্যাপী এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। পাঁচ শতাধিক লোক মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মেহেরপুর জেলা উলামা পরিষদের সভাপতি মাওলানা শফিকুল ইসলামের নেতৃত্বে মানববন্ধন কর্মসুচিতে উপস্থিত ছিলেন জেলা ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি মাওলানা হাফিজুর রহমান, মেহেরপুর জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা ও জেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা সিদ্দিকুর রহমান সহ জুবায়ের পন্থীদের ব্যানারে মেহেরপুরের বিভিন্ন স্তরের ওলামায়ে কেরাম ও দাওয়াতে তাবলীগের সাথীগণ।
মানববন্ধন থেকে বক্তারা সাদপন্থী সমর্থক কর্তৃক টঙ্গি ময়দানে হামলা চালিয়ে মুসল্লিদের হত্যা ও রক্তাক্ত করার প্রতিবাদ জানিয়ে বলেন, ভারতের মাওলানা সাদ বিভিন্ন সময় ভুল বয়ানের মাধ্যমে মুসল্লিদের মধ্যে বিভেদ সৃষ্টি করে চলেছেন। তারা মসজিদ দখল করাসহ একের পর এক বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। তারা পরিকল্পিতভাবে টঙ্গী ময়দানে দেশীয় অস্ত্রসহ ঘুমন্ত সাথীদের ওপর হামলা চালিয়েছেন। এতে চারজন শহিদ হওয়া সহ অসংখ্য সাথী আহত হয়েছেন, অনেকেই এখনো নিখোঁজ রয়েছেন। অনেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
এসময় বাংলাদেশের মাটিতে সাদপন্থীদের নিষিদ্ধ করাসহ হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করে বক্তারা আরও বলেন, ‘তাবলিগের সাথীরা সন্ত্রাসী নয়, সন্ত্রাসী হলে সাদপন্থীদের ওপর হামলা করে বাড়িঘর ধ্বংস করা দিতে পারতো, কিন্তু আমরা এসবে বিশ্বাসী নই। অনতিবিলম্বে জঙ্গি গোষ্ঠীর এজেন্ট ভারতের দালাল সাদ পন্থীদের আইনের আওতায় এনে গ্রেফতারের দাবীও জানান তারা।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ শেষে তাবলীগ জামাতের জুবায়ের পন্থী গ্রুপের নির্বাচিত কিছু সদস্য প্রধান উপদেষ্টা বরাবর তাদের ৭ দফা দাবী সম্বলিত স্মারকলিপিটি মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহনাজের কাছে হস্তান্তর করেন।