মেহেরপুরের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়ার মধ্য দিয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১জানুয়ারি) সকালে বিএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক শামীম হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই উৎসবের উদ্বোধন করেন। পরে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক পর্যায়ে বই উৎসবের উদ্বোধন করা হয়।
মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী মোঃ আনিসুজ্জামানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আব্দুল কাদির মিয়া,জেলা শিক্ষা অফিসার মোঃ আব্বাস উদ্দিন।
জেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস সুত্রে জানা গেছে,এবছর মাধ্যমিক পর্যায়ে শতভাগ শিক্ষার্থীর হাতে বছরের প্রথম দিনেই বই তুলে দেওয়া হয়েছে শুধুমাত্র অষ্টম শ্রেণীর ৩০ ভাগ ঘাটতি রয়েছে। এবং প্রাথমিক পর্যায়ে শতভাগ শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে।