‘কৃষি মেশিন ব্যবহার করি, সময় অর্থ দুই-ই বাঁচায়’ এই শ্লোগানে মেহেরপুরে সকল প্রকার কৃষি মেশিনের প্রচারণায় রোড শো অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে স্মার্টমেক লিমিটেডের আয়োজনে রোড শো’র আয়োজন করা হয়।
এসময় স্মার্টমেক লিমিটেডের পরিচালক জেরিমি ডেভিস, কৃষি সম্প্রসারণ অফিসার জাহিদুল ইসলাম, দিপক কুমার, স্মার্টমেক লিমিটেডের ফিল্ড ম্যানাজার মুন্নি জাহানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরে জেরিমি ডেভিস এর নেতৃত্বে রোড শো’টি সদর উপজেলা পরিষদ থেকে শুরু করে উপজেলার বিভিন্ন এলাকা প্রদর্শন করে। এসময় স্মার্টমেক এর কার্যক্রম ও কৃষি মেশিনের সহায়তা সম্পর্কে চাষীদের সাথে আলোচনা করা হয়।
স্মার্টমেক মূলত চাষীদের কৃষি মেশিনের সহায়তা প্রদানের একটি প্রতিষ্ঠান। স্মার্টমেক লিমিটেড কম্বাইন্ড হারভেষ্টার, পাওয়ার টিলার, রাইস ট্রান্সপ্লান্টার, ফোর হুইল ট্রাক্টরসহ সকল মেশিনের যাবতীয় যন্ত্রাংশ বিক্রয় সার্ভিসিং দিয়ে থাকে।