হারিয়ে যাওয়া এবং চুরি হওয়া ১৩ টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও বিকাশে ভুলক্রমে চলে যাওয়া তিন ভিকটিমের ৬৮ হাজার টাকা ফেরৎ পেলেন প্রকৃত মালিকরা।
মেহেরপুর পুলিশ সুপার মো: রাফিউল আলম রবিবার (১৩ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মোবাইল ফোন ও টাকার প্রকৃত মালিকদের হাতে তুলে দেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন) উপস্থিত ছিলেন।
বিভিন্ন থানার সাধারণ ডাইরি(জিডি) ও অভিযোগের ভিত্তিতে মেহেরপুর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তথ্য প্রযুক্তির মাধ্যম এসব ফোন ও টাকা উদ্ধার করেন। মোবাইল ফোন ও টাকা পেয়ে ভুক্তভোগীরা বাংলাদেশ পুলিশ এবং মেহেরপুর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।