মেহেরপুর সদর উপজেলা বুড়িপোতা সড়কে অভিযান চালিয়ে ১৩ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গতকাল শনিবার মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক আবুল হাসেমের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করেন।
আটকরা হলেন- মেহেরপুর শহরের ভূমি অফিসপাড়া এলাকার কুবাদ শেখের ছেলে সাহারুল ইসলাম ওরফে মাইকেল (২৮) ও একই এলাকার নজরুল ইসলামের ছেলে মো. রনি (৩০)।
জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার ভোরের দিকে মেহেরপুর-বুড়িপোতা সড়কের কানাপুকুর এলাকায় অভিযান চালিয়ে ওই দুই মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় ১৩ গ্রাম (৯৯ পুরিয়া) হেরোইন।
পরিদর্শক আবুল হাসেম বলেন, আটক ওই দু’জনের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি দায়ের করা হয়েছে।