মেহেরপুরের কলাইডাঙ্গা গ্রামে পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মেহেরপুর সদর থানা পুলিশ।
আটক মাদক ব্যবসায়ীরা হলেন মেহেরপুর সদর উপজেলার মোমিনপুর গ্রামের মৃত রফাতুল্লাহর ছেলে জারমান আলী (৫০) ও কলাইডাঙ্গা গ্রামের মনিরুল ইসলামের মল্লিকের ছেলে পনি মল্লিক (২২)।
আজ রবিবার (১৪ মে) বিকালের দিকে মেহেরপুর সদর থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে হেরোইনসহ এই দুই মাদক কারবারিকে আটক করেন।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদে খবর পেয়ে সদর থানা পুলিশের একটি টিম কলাইডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। এসময় তাদের কাছ থেকে ৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
হেরোইন উদ্ধারের ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি মামলা হয়েছে। মামলা নং ২২, তারিখ ১৪/০৫/২০২৩ ইং।
আজ বিকালের দিকে আটকদের মেহেরপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।