মেহেরপুরের হিমসাগর জাতের আম ২৫ মে থেকে এবং ল্যাংড়া জাতের আম বাজারজাত শুরু হবে ৩১ মে থেকে।
বুধবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, কৃষি অধিপ্তর ও আম চাষীদের নিয়ে এক মতবিনিময় সভা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া আগামি ১৫মে থেকে দেশি আর্টি ও বোম্বাই জাতের আম বাজার জাত শুরু হবে।
একই সাথে আমে ক্ষতিকর কার্বাইড ও ফরমালিন না মেশানের জন্য আম চাষী ও ব্যবসায়ীদের প্রতি আহবান জানান জেলা প্রশাসক। আম চাষী ও ব্যবসায়ীরা মেহেরপুরের আমেক্ষতিকর কেমিক্যাল মেশানো হয়না বলে আশ্বস্ত করেন।
জেলা প্রশাসক মো: আতাউল গনির সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, আম চাষী আলাউদ্দিন, শাহিনুর রহমান ।
মতবিনিময় সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলমসহ গণমাধ্যমকর্মী ও আমচাষী ও ব্যবসায়ীরা অংশ গ্রহণ করেন।