মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে গত ২৪ ঘন্টার ব্যবধানে ভাই সৌদি প্রবাসী ইসলাম আলী (৫২) ও বোন ফজিলা খাতুন (৫৫) এর মৃত্যু হয়েছে। তারা আমঝুপি ষষ্টিতলা পাড়ার মৃত তাহাজ উদ্দিন এর ছেলে ও মেয়ে। জানা গেছে গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বোন ফজিলা খাতুনের মৃত্যু হয়। খবর পেয়ে ভাই ইসলাম আলী বোনকে দেখতে হাসপাতালে যান। বোনের মৃত্যু সহ্য করতে না পেরে ইসলাম আলী হাসপাতালেই স্ট্রোক করেন। পরে হাসপাতালে চিকিৎসা শেষে ইসলাম আলীকে বাড়িতে নেওয়া হয়। আজ বুধবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী নেওয়ার পথে গাংনীর বামুন্দী নামক স্থানে পৌছালে ইসলাম আলী মৃত্যুবরণ করেন। ফজিলা খাতুন দুই সন্তানের জননী এবং ইসলাম আলী দুই ছেলে ও এক মেয়ের জনক।
আজ বাদ আসর আমঝুপি আলিম মাদ্রাসা প্রাঙ্গণে জানাজা শেষে তাদের দাফন করা হবে। এ ঘটনায় তাদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।