আবু সালেহ মোঃ নাসিমকে পাবলিক প্রসিকিউটর (পিপি), মুস্তাফিজুর রহমান তুহিনকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটার (পিপি) এবং রফিকুল ইসলামকে জেলা জজ আদালতের সরকারি কৌশলি (জিপি) হিসেবে নিয়োগ দিয়েছেন সুপ্রিম কোর্ট।
আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আইন বিচার বিভাগের সলিসিটর অনু বিভাগ (জিপি পিপি শাখা) বাংলাদেশ সুপ্রিম কোর্ট উপ—সলিসিটর পিপি জিপি শাখার সানা মোহাম্মদ মাহরুফ হোসাইন স্বাক্ষরিত আদেশে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
অন্যদের মধ্যে এ এস এম সাইদুর রাজ্জাক ও পারভীন সুলতানাকে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর, সহকারি পাবলিক প্রসিকিউটর হিসেবে আতাউল হক, মোখলেসুর রহমান খান স্বপন, নজরুল ইসলাম, আব্দুল আলিম, এহান উদ্দীন মনা, নিয়ামুল খান, সাইফুল ইসলাম সাহেব, সেলিম রেজা, সেলিম রেজা গাজী, লাভলী খাতুন, খুরশিদা খাতুন, এশরার জাহান।
এবং জেলা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌশলী আফরোজা বেগম, সহকারি সরকারি কৌশলী আব্দুল মান্নান, মেহেরুন্নেসা মনি, এবিএম ইনামুল হক, এএসএমএম আসানুল্লাহ, আরিফুজ্জামান এবং শফিউল আযম খানকে নিয়োগ দেয়া হয়েছে।