মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে জনসমবায় নারী দলের নেত্রীদের সাথে নিরাপদ খাদ্য সরবরাহ, খাদ্য প্রক্রিয়াজাত ও সংগ্রহকরণ-এর উপর এক যৌথ উদ্যোগের ভুমিকা বিষয়ক নারী দলের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ১০টার দিকে আমঝুপি মানব উন্নয়ন কেন্দ্র মউকের নিজস্ব হলরুমে অনুষ্ঠিত হয়।
অভিজ্ঞতা বিনিময় সভায় প্রোগ্রাম ম্যনেজার ওয়াজেদ আলীর সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন মউকের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিম।
তিনি বলেন, করোনা ভাইরাস আমাদের সকল ক্ষেত্রে আতংক ও ঝুকি বাড়িয়ে দিয়েছে তথাপিও আমাদের থেমে থাকলে চলবেনা, সময়ের সাথে আমাদের লড়াই করেই বাঁচতে হবে।
জনসমবায় নারী দলগুলোকে অর্থনৈতিক ভাবে গতিশীল করতে তিনি প্রয়োজনীয় সকল প্রকার সহায়তা দেওয়ার আশ্বাস প্রদান করেন।
নারী নেত্রীদের মধ্যে বক্তব্য রাখেন ফাইমা খাতুন ও কাজল রেখা, এছাড়া দলনেতাদের মধ্যে থেকে অভিজ্ঞতা বর্ণনা ও মতামত প্রকাশ করেন, রমিতন খাতুন, শিল্পী খাতুন ও সপ্তমী রানী প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মোঃ শাহিনুর হোসেন বিপ্লব।