বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন, মেহেরপুর জেলার মানুষের ভালোবাসা আমি চিরকাল মনে রাখব। আমি যেখানেই থাকি এ জেলার সার্বিক উন্নয়নে আমার সহযোগিতা থাকবে। মেহেরপুর জেলায় আমি যা কিছুই করেছি তা সবই ছিল আমার রুটিন ওয়ার্ক, বাকিটা মেহেরপুরবাসীর ভালোবাসা।
আজ রবিবার বিকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এভাবেই মনের অভিব্যক্তি প্রকাশন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম।
উপপরিচালক স্থানীয় সরকার মো: শামীম হোসেনের সভাপতিত্বে ও বিদায় অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান মহা: আব্দুস সালাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের মেহেরপুর জেলা শাখার সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, মেহেরপুর জজকোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য, মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অধ্যাপক সাইদুর রহমান, মেহেরপুর সাহিত্য পরিষদের সভাপতি নুরুল আহমেদ, বিএমএর সভাপতি ডাক্তার আবুল বাশার, মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, মেহেরপুর চেম্বার অফ কমার্সের সভাপতি আরিফুল এনাম বকুল, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বিদায়ী জেলা প্রশাসক আজিজুল ইসলাম আরও বলেন, তিন মাস বা তিন বছর নয়, কাজের মনোভাব থাকলে তিন দিনেও অনেক কাজ করা যায়। সরকার যখন যেভাবে মনে করবে যে কোনো যায়গায় পদায়ন করবে। সেখানেই যেতে হবে। এটা আমরা যারা সরকারের কর্মচারী তারা মনে প্রানে ধারণ করি।
তিনি বলেন, আমি মাত্র তিন মাস এই জেলায় কাজ করতে গিয়ে যার কাছে সহযোগীতা চেয়েছি আমাকে তারাই সহযোগীতা করেছেন। এজন্য আমি জেলাবাসির কাছে অত্যন্ত কৃতজ্ঞ।
তিনি বলেন, এই জেলার মানুষ অত্যন্ত ভাল। এখানকার মানুষ যেটা চাই সেটা মন থেকেই চাই। জেলার উন্নয়নে সুশীল সমাজ থেকে শুরু করে জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই পজেটিভ।
আজিজুল ইসলাম বলেন, মানুষের সাথে মেশা আমার ছাত্র জীবন থেকেই। মানুষ না আসলে আমার ভাল লাগেনা। আমার বদলির কথা শুনে আমাকে অনেক মুক্তিযোদ্ধাবৃন্দ কল করেছেন। আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমার কাছে কেউ কোনো কাজে আসলে আমি চেষ্টা করেছি সেটা করার। না পারলেও তাকে সন্তোষ করে ফিরিয়ে দিয়েছি।
মেহেরপুর জেলায় শেষ বিকালের কিছু সময় সকল স্তুরের মানুষের সাথে দেখা করতেই এই আনুষ্ঠানিকতার আয়োজন। এর মধ্য দিয়েই মেহেরপুর থেকে বিদায় নিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আজিজুল ইসলাম। গত সোমবার (১০ জুলাই) সরকারি আদেশে তার বদলি হয়। তিনি গত এপ্রিল মাসে মেহেরপুর জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছিলেন।
এদিকে ডিসি আজিজুল ইসলামের বিদায়ে চোখ ভিজেছে জেলার সকল শ্রেণি পেশার মানুষের। অশ্রু ধরে রাখতে পারেননি তিনি নিজেও। ২৩ জুলাই ছেড়ে যাওয়ার মুহূর্তে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। জেলাবাসী ছাড়াও চোখের জলে বিদায় জানান তার সহকর্মীরাও।
মোহাম্মদ আজিজুল ইসলাম মেহেরপুরের জেলা প্রশাসক হিসেবে গত বছরের এপ্রিলে যোগদান করেন। স্বল্প কার্যকালে জেলার সব মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন আলোচিত এই জেলা প্রশাসক। নানা কাজের জন্য প্রশংসা কুড়িয়েছেন জেলবাসির কাছে।
এসময় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিদায়ী জেলা প্রশাসকের হাতে ক্রেষ্ট তুলে দেন স্ব স্ব সংগঠনের নেতৃবৃন্দ।