জেলা প্রশাসকের অপসারণের দাবি ও মেহেরপুর পৌরসভা নির্বাচন বর্জনের হুমকি দিয়ে ৫ দফা কর্মসূচী দিয়েছেন মেহেরপুরের ব্যবসায়ী সংগঠণের নেতারা।
আজ বিকালে মেহেরপুর শিল্পকলা একাডেমি মোড়ে সাংবাদিক সম্মেলন করে ব্যবসায়ী নেতারা এ কর্মসূচী ঘোষণা করেন। জেলা প্রশাসনের উদ্যোগে কোর্ট মসজিদ মার্কেট ভবন উচ্ছেদ করার প্রতিবাদ এবং তাদের পূর্নবাসনের দাবিতে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করে ব্যবসায়ী সমিতি।
মেহেরপুরের হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি শেখ মোমিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল সিমন, ওষুধ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, সদস্য রাশেদুজ্জামান, ইজারুল ইসলাম প্রমুখ। সাংবাদিক সম্মেলনে কোর্ট মসজিদ মার্কেটের ক্ষতিগ্রস্থ দোকান মালিক ও তাদের পরিবারবর্গরা উপস্থিত ছিলেন।
হোটেল বাজার মালিক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল সিমন তার বক্তব্যে বলেন, ২০০৬ সালে তৎকালিন জেলা প্রশাসক তালুকদার সামসুর রহমান ও তৎকালিন সদর ইউএনও মিলে চুক্তিপত্রের মাধ্যমে আমাদের ব্যবসায়ীদের দোকান ঘর বরাদ্দ দেন। যদি কোনো অনিয়ম হয়ে থাকে তাহলে তারা করেছেন। তিনি অভিযোগ করেন, জেলা প্রশাসক এই মার্কেটটি ভাঙ্গার প্রতিটি বিষয় নিয়ে ব্যবসায়ী ও সাংবাদিকদের সাথে মিথ্যাচার করেছেন। ডিসি সাহেব আমাদের সাথে কোনো ধরনের আলাপ আলোচনা করেনি। বরং আমরা আমাদের প্রতিষ্ঠান বাঁচাতে বারবার তার কাছে গেছি। উনি আমাদের বিষয়ে কোনো ধরনের আলাপ আলোচনা ছাড়াই মাত্র আধা ঘন্টার ব্যবধানে পাকিস্তানী হানাদের মতই আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছেন।
সভাপতি জেলা প্রশাসকের অপসারণ ও মেহেরপুর পৌর নির্বাচন বর্জনের হুমকি দিয়ে ৫েিদন কর্মসূচী ঘোষণা করেন। কর্মসূচীগুলো হলো- ৯জুন বৃহস্পতিবার সকালে ভিক্ষার থালা হাতে জেলা প্রশাসকের কার্য়ালয়ের সামনে অবস্থান, ১০ শুক্রবার জুম্মার নামায শেষে বিশেষ মোনাজাত, ১১ জুন শনিবকার সকাল ১১ টায় ২৫ মিনিট কালো পতাকাসহ দোকান বন্ধ রাখা, ১২ জুন রবিবার সকাল সাড়ে ১০টার সময় কাফনের কাপড়সজ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ এবং ১২ জুন তারিখের সমাধান না হলে ১৩ জুন থেকে আমরণ অনশনসহ হরতালের ডাক দেওয়া হবে।
প্রসঙ্গত, মঙ্গলবার মেহেরপুর জেলা মডেল মসিজেদের শ্রীবৃদ্ধি ও সরকারি জমি দখলমুক্ত করতে মেহেরপুর কোর্ট মসজিদ মার্কেট ভবন উচ্ছেদ করে জেলা প্রশাসন। এতে ২৫ জন ব্যবসায়ীর পথে বসার জোগাড় হয়েছে।