মেহেরপুর জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির আসন্ন নির্বাচন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (৮ই এপ্রিল) রাতে মেহেরপুর জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় নির্বাচনী কার্যক্রম ও মনোনয়নপত্র ফরম বিক্রির জন্য নির্ধারিত ফি ঘোষণা করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য ৫,০০০ টাকা, সহ-সভাপতি, সহ-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ ও সড়ক সম্পাদক পদের জন্য ৩,০০০ টাকা এবং সাধারণ সদস্য পদের জন্য ১,০০০ টাকা ফি নির্ধারণ করা হয়।
নির্বাচন অনুষ্ঠান নিয়ে সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়, নির্বাচনের সর্বোচ্চ সময়সীমা ৪৫ দিনের মধ্যে নির্ধারণ করা হবে, তবে সম্ভব হলে তার আগেই নির্বাচন সম্পন্ন করার প্রচেষ্টা থাকবে।
সভায় প্রধান নির্বাচন কমিশনার মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, সহকারী নির্বাচন কমিশনার এ.এস.এম সাইদুর রাজ্জাক টোটন (পিপি,মেহেরপুর জজ কোর্ট) ও মোখলেছুর রহমান স্বপন।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি জহিরুল ইসলাম, সহ-সভাপতি মোজাম্মেল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বাবলু, কোষাধ্যক্ষ রেজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম মিন্টু, সড়ক সম্পাদক খুলিলুর রহমান এবং নির্বাহী সদস্যবৃন্দ আব্দুল কুদ্দুস মেগা ও জাহাঙ্গীর আলম প্রমুখ।