মেহেরপুরে জেলা বিএনপি উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে। রবিবার সকাল সাড়ে দশটার সময় মেহেরপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন বলেন, ৭ই নভেম্বরের চেতনায় দেশ বাঁচাও মানুষ বাঁচাও এই সংগ্রামে সকলকে অংশগ্রহণ করতে হবে। তিনি আরও বলেন, অবিলম্বে দেশের সংকট মোকাবেলায় নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। গণমাধ্যমের স্বাধীনতা দিতে হবে। পররাষ্ট্রনীতিতে বিদেশের প্রভুত্বনীতি বর্জন করতে হবে।
জেলা বিএনপি’র সভাপতি মাসুদ অরুন এর সভাপতিত্বে, মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, মুজিবনগর উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন মোল্লা, মেহেরপুর জেলা তাঁতী দলের সভাপতি আরজুল্লাহ মাস্টার বাবলু, মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমল হোসেন মিন্টু, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আকিব জাভেদ প্রমুখ। এসময় জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।