মেহেরপুৃরে পবিত্র ঈদুল আযহা উদযাপন উপলক্ষে মেহেরপুর জেলা ম্যাজিস্ট্রেট গণবিজ্ঞপ্তি জারি করেছে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামীকাল বুধবার (২৮ জুন) থেকে শুক্রবার (৩০ জুন) পযন্ত মেহেরপুর জেলায় রাস্তার মোড়ে মোড়ে, রাস্তা বা উন্মুক্ত ট্রাকে বা ভ্যানে সাউন্ড বক্স, লাউড স্পিকার দ্বারা উচ্চস্বরে গান বাজানো, অশ্লীল অঙ্গভঙ্গি কিংবা নৃত্য প্রদর্শন, জনমানুষের জন্য বিরক্তি উদ্রেগকারী আচরণ, পটকাবাজী, পটকা ক্রয়-বিক্রয়, উচ্চ গতিতে হর্ণ বাজিয়ে মোটর বাইক চলাচল ও সকল প্রকার অসামাজিক কার্যকলাপ নিষিদ্ধ করা হয়েছে।
জনস্বার্থে এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও গণবিজ্ঞপ্তিতে লিখিত ভাবে বলা হয়েছে।