মেহেরপুর কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) তে বিভিন্ন ট্রেড ও এসেট প্রোগ্রামের প্রশিক্ষণার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (২৫ নভেম্বর) বিকেল ৩ টার দিকে টিটিসির কনফারেন্স রুমে প্রশিক্ষণার্থীদের এ উপকরণ বিতরণ করা হয়।
অক্টোবর-ডিসেম্বর সেসনের ইলেকট্রিক্যাল ইন্সটলেশন এন্ড মেইনটেনেন্স, ম্যাশনারী, আইটি সাপোর্ট এন্ড সার্ভিস, কনজ্যুমার ইলেকট্রনিকস, টেইলারিং এন্ড ড্রেস মেকিং এই পাঁচ টি ট্রেডের ১শ ২৫ জন প্রশিক্ষণার্থীদের মাঝে ফাইল, সিবিএলবি, সিএস, খাতা, কলম, ফাইল এবং এসেট প্রোগ্রামের শিক্ষার্থীদের মাঝে ব্যাগ ও টি শার্ট প্রদান করা হয়।
টিটিসি’র অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদার বলেন, প্রশিক্ষণার্থীদের কারিগরী দক্ষতা বৃদ্ধি, শিক্ষার মান উন্নয়ন ও কারিগরী শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধির জন্য এসেট প্রোগ্রাম থেকে এ ধরনের শিক্ষা উপকরণ প্রদান করা হয়ে থাকে।
এ সময় উপস্থিত ছিলেন ইন্সট্রাক্টর (ম্যাশনারী) শিখা খানম, ইন্সট্রাক্টর (ইলেকট্রিক্যাল) সোহেল রানা, ইন্সট্রাক্টর (আইটি) আলামিন হোসেন,ইন্সট্রাক্টর (ইলেকট্রনিকস) মাসুদ পারভেজ, ইন্সট্রাক্টর (গার্মেন্টস) আনিসুর রহমান সহ প্রশিক্ষণার্থীবৃন্দ।