মেহেরপুর পৌর পরিষদের মেয়াদ শেষ হওয়ায় মেহেরপুর পৌর সভায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডি এলজি) মৃধা মো: মোজাহিদুল ইসলামকে পৌর প্রশাসক নিয়োগ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
আজ মঙ্গলবার (২৪ মে) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচীব মোহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত স্বারক নং ৪৬.০০.০০০০.০৬৩.৯৯.০২৭.২২.৬৩৪ প্রজ্ঞাপনে থেকে এ তথ্য জানা গেছে।
বর্তমান পৌর পরিষদ আগামী ২৮ মে মেয়াদ উত্তীর্ণ হবে। তাই আগামী ২৯ মে থেকে এই আদেশ কার্যকরী হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ধারা ৮ এর সংশোধনক্রমে স্থানীয় সরকার ( পৌরসভা) (সংশোধন) আইন ২০২২ এর ধারা ৪ অনুযায়ী মেহেরপুর পৌর পরিষদের মেয়াদ আগামী ২৮ মে ২০২২ সালে উত্তীর্ণ হবে। বিধায়, এই পৌর পরিষদের মেয়াদ উত্তীর্ণের তারিখ হতে বিলুপ্ত ঘোষণা করত. স্থানীয় সরকার এই পৌর সভায় প্রশাসক নিয়োগ দিয়েছে।
জনস্বার্থে জারিকৃত এ আইন কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় উপসচীব মোহাম্মদ ফারুক হোসেন।
উল্লেখ্য আগামী ১৫ জুন মেহেরপুর পৌর সভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।