মেহেরপুর পৌর মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক এর নিজ উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ।
মেহেরপুর পৌর মেয়র এর নিজ উদ্যোগে
অসহায় কর্মহীন মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে।
শনিবার বিকেলে পৌর মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মোঃ মাহফুজুর রহমান রিটন করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন শহরের কালাচাঁদপুর এলাকায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের মাঝে ঈদ সামগ্রী তুলে দেন।
মেহেরপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে ২০০ টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ সামগ্রী বিতরণকালে পৌর মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন বলেন করোনা ভাইরাসের কারনে যে সব খেটে খাওয়া মানুষ গুলো কর্মহীন হয়ে পড়েছে তাদের মাঝে এই সামান্য উপহার খাদ্য সামগ্রী বিতরন করছি। করোনা ভাইরাস শুরু থেকেই প্রতিনিয়ত খাদ্য সামগ্রী বিতরণ করে চলছি । তিনি আরও বলেন যতদিন করোনা পরিস্থিতি থাকবে ততদিন আমার পৌর এলাকাতে কেও না খেয়ে থাকবে না।
ঈদ সামগ্রী বিতরণে সহযোগিতা করেন প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন ২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন,৪ নং ওয়ার্ড কাউন্সিলর শাকিল রাব্বী ইভানসহ যুবলীগ নেতাকর্মী।
মেপ্র/এমএফআর