মেহেরপুর পৌরসভার মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটনের খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।
শহরের প্রতিটি ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য উপহার সামগ্রী তুলে দিচ্ছেন নিজ হাতে।
এই দুর্যোগে মেয়রের এমন সহায়তায় হাসি ফুটছে হাজার হাজার পরিবারে।
এরই ধারাবাহিকতায় রবিবার বিকালে শহরের ২ নং ওয়ার্ড বোসপাড়ায় বিতরণ করেন খাদ্য সামগ্রী।
এছাড়াও গত দুইদিন ধরে শহীদ রিপন টাওয়ার থেকে কর্মহীনদের মাঝে বিনামূল্যে কাঁচা সবজী বিতরণ করা হয়েছে।
মেহেরপুর পৌরসভা ও মেয়রের নিজস্ব অর্থায়নে চলমান এই খাদ্য সামগ্রী বিতরণ আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান মেয়র মাহফুজুর রহমান রিটন।
তিনি আরও বলেন, এক মাসেরও বেশি সময় ধরে মেহেরপুরের মানুষ কর্মহীন হয়ে আছে। কবে নাগাদ এই সমস্যা থেকে আমরা পরিত্রাণ পাবো বলা যাচ্ছে না। লম্বা সময় ধরে লক ডাউন চলমান থাকায় সবার মধ্যেই খাদ্য চাহিদা দেখা দিয়েছে। এজন্য ধনী, গরিব, দল-মত নির্বিশেষে সকলের মাঝে সামন্য উপহার সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।
আমার পৌরসভায় একজন মানুষও না খেয়ে থাকবে না। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই খাদ্য বিতরণ চলমান থাকবে।
মেপ্র/এমএফআর