মেহেরপুর জেনারেল হাসপাতালের করোনা সেলে সেবা দানে নিয়োজিতদের নিম্নামানের খাবার বরবরাহের বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে ।
গত ১৪ জুলাই “ বরাদ্দ ৫’শ হলেও খাবার মিলছে অর্ধেক” শিরোনামে দৈনিক মেহেরপুর প্রতিদিন এ সংবাদ প্রকাশ হওয়ার পর নজরে আসে হাসপাতাল কর্তৃপক্ষের। মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্ব বধায়ক রফিকুল ইসলাম গত ১৫ জুলাই বুধবার তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন।
কমিটিতে ডা. মোহাম্মদ আব্দুর রশিদকে সভাপতি, আবাসিক মেডিকেল অফিসার ডা. মোখলেছুর রহমান ও নার্স সুপারভাইজার পাপিয়া খাতুনকে সদস্য করা হয়। এই তিন সদস্যের তদন্ত কমিটির আগামী রবিবার প্রতিবেদন দাখিল করার কথা রয়েছে।
তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল করার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে । যদি অনিয়ম থাকে তবে ঠিকাদার প্রতিষ্ঠাকে কোনভাবেই ছাড় দেওয়া হবে না।
মেপ্র/এমএফআর