মেহেরপুরে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা পদ্ধতি সহজিকরণ, দাললদের উৎপাত থেকে রক্ষা, গাড়ির নিবন্ধনে অতিরিক্ত টাকা খরচ করাসহ বিভিণ্ন অভিযোগের প্রেক্ষিতে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে মেহেরপুর বিআরটিএ কার্যালয় প্রাঙ্গনে গণশুনানী অনুষ্ঠিত হয়।
মেহেরপুর বিআরটিএ সার্কেলের সহকারি পরিচালক আতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএর চেয়ারম্যান ড. মো: কামরুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ’র খুলনা বিভাগীয় উপপরিচালক মো: মহাসিন হোসেন, মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো তৌফিকুর রহমান।
মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব চান্দু, মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, জেলা ট্রাক মালিক গ্রুপের সাফুয়ান আহমেদ রুপক, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান।
শুনানীতে অভিযোগকারীরা জানান, মোটরসাইকেল নিবন্ধন করতে শোরুম গুলো মোটরসাইকেল প্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা আদায় করেন বিআরটিএ অফিসের নামে। যে কোন কাজ করতে আসলে দালালদের উৎপাত বন্ধ করা, অফিসের ফাইল হারিয়ে যাওয়া, লাইসেন্স প্রাপ্তীর পরীক্ষা পদ্ধতি সহজিকরণ করা, স্থায়ী স্ক্যানার মেশিন বসানো, মেহেরপুরকে পুর্নাঙ্গ সার্কেল অফিস হিসেবে রুপান্তর করাসহ বিভিন্ন দাবি ও অভিযোগ উাথাপন করেন।
এসকল অভিযোগের প্রেক্ষিতে বিআরটিএর চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, মেহেরপুর আমাদের চেতনার জায়গা। মেহেরপুরের সমস্যাগুলো যাতে দ্রুত নিরসন করা যায় সে ব্যবস্থা গ্রহণ করবো। মাত্র তিন মাস আগে বিআরটিএর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছি। লাইসেন্স প্রাপ্তীর পদ্ধতি সহজিকরণ করার প্রক্রিয়া চলছে।
মেপ্র/ইএম