আগামী ১৩ মে মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। একই সঙ্গে সদর, গাংনী ও মুজিবনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদেরও নির্বাচন অনুষ্ঠিত হবে।
গত ১৪ মার্চ নির্বাচন কমিশনের আদেশক্রমে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব(প্রশাসন) রঞ্জিত কুমার দাস স্বাক্ষরিত নির্বাচন তফসিল সংক্রান্ত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
গণবিজ্ঞপ্তিতে জানা গেছে, আগামী ১৯ মার্চ খসড়া ভোটার তালিকা প্রকাশ, ২২ মার্চের মধ্যে খসড়া তালিকা নিয়ে দাবি, আপত্তি ও সংশোধনীর আবেদন, ২৮ মার্চ খসড়া তালিকা দাবি আপত্তি নিয়ে শুনানী, ২এপ্রিল চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ।
নির্বাচন তফসিল অনুযায়ী, ৫ এপ্রিল বিকাল ৩ টার মধ্যে মনোনয়ন পত্র দাখিল, ৯ এপ্রিল মনোনয়ন পত্র বাছাই, ১১ এপ্রিল প্রার্থীতা বাতিলের বিরুদ্ধে আপিল, ১৩ এপ্রিল আপিল নিস্পত্তি, ১৬ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহার, ১৭ এপ্রিল চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, ১৮ এপ্রিল প্রতীক বরাদ্দ এবং ১৩ মে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ।