ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে মেহেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইবাদত হোসেনের সভাপতিত্বে সবাই বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম, পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মো: মোশারফ হোসেন প্রমুখ।
এর আগে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইবাদত হোসেনের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের শিল্পকলার সামনে থেকে শুরু করে প্রধান সড়কে জেলা প্রশাসন চত্বরে গিয়ে শেষ হয়।
পরে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মুজিবনগর অফিস জানায়, মুজিবনগর উপজেলা প্রশাসনের আয়োজনে নানা আয়োজনের মধ্য দিয়ে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় ডিজিটাল বাংলাদেশ দিবস পালন করার লক্ষে উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাসের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্তর বর্নাট্য র্যালী বের করা হয়। র্যালীটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হল রুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার এম এ আরাফাত হোসেনের সভাপতিত্বে, প্রধান অতিথি উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস।
এসময় উপস্থিত ছিলেন কৃষি অফিসার আনিসুজ্জামান খাঁন, মুজিবনগর থানার অফিসার ইনচার্জ আবদুল হাসেম, সমাজসেবা অফিসার আব্দুর রব, সিনিয়র মৎস্য অফিসার শহিদুল ইসলাম, সমবায় অফিসার হারুনুর রশিদ, মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন, মহাজনপুর ইউনিয়নের চেয়ারম্যান আমাম হোসেন মিলু, মোনাখালী ইউনিয়নের চেয়ারম্যান মফিজুর রহমান, দারিয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান তৌফিকুল বারী বকুল, বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান আযুব হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী বৃন্দ।
এসময় প্রজেক্টরের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে বর্তমান সরকারে উন্নয়ন ভাবনা তুলে ধরা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা তথ্যসেবা কর্মকর্তা তানিয়া খন্দকার।
আলমডাঙ্গা প্রতিনিধি জানান, আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি র্যালী, আলোচনা সভা ও কুইজ প্রতিযোগীতা অনুষ্টিত হয়েছে।
গতকাল সকাল ১০ টার দিকে ডিজিটাল দিবস উপলক্ষে র্যালী শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলী।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার ইমরুল হক। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল বারি, সমাজ সেবা অফিসার আফাজ উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুজ্জামান, আবাসিক প্রকৌশলী গোলাম নবী, নির্বাচন অফিসার একেজি মোস্তফা, ভিডিপি কর্মকর্তা মিলন আলী, সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষক গৌতম কুমার পাল, জনস্বাস্থ্য কর্মকর্তা আব্দুর রশিদ, আলইকরা ক্যাডেট একাডেমির শিক্ষক রুহুল আমিন, বালিকা বিদ্যালয়ের শিক্ষক সুরাইয়া ইয়াসমিন, প্রধান শিক্ষক আবু তৈয়ব প্রমুখ।
পরে বালিকা বিদ্যালয়ের হলরুমে কুইজ প্রতিযোগীতা অনুষ্টিত হয়। বিজয়িদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
-প্রতিদিন ডেস্ক