মেহেরপুর শহরের আব্দুস সালামের উপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় মেহেরুল ইসলাম (২৮) নামের এক যুবককে ৬ মাসের কারাদন্ড দিয়েছে আদালত।
দন্ডিত মেহেরুল ইসলাম শহরের ফৌজদারী পাড়া এলাকার মৃতু আবুল কাশেম বাবলুর ছেলে। আজ বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে মেহেরপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিজ্ঞ বিচারক তারিকুল ইসলাম এ রায় দেন।
মামলায় প্রধান আসামী মেহেরুল ইসলামকে কারাদন্ড দিয়েছেন। এছাড়া তার বোন লাভলী খাতুন ও মা মাহেরা খাতুনকে বেখসুর খালাস দিয়েছে আদালত।
মামলার বিবরণে জানা যায়, নারিকেল গাছ ও কবুতর পালন করে বাড়ি ঘর নোংরা করার প্রতিবাদ করাই ২০২০ সালের ১৪ অক্টোবর মেহেরুল ইসলামের নেতৃত্বে বোন লাভলী খাতুন ও মা মাহেরা খাতুন মিলে লাঠি শোঠা দিয়ে আব্দুস সালামকে মারধর করে। এসময় আব্দুস সালামের কাছে থাকা ব্যবসার ৪৮ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং বাড়ি ঘরে হামলা করে আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করে।
এঘটনায় আব্দুস সালাম বাদী হয়ে ওই তিনজনকে বিবাদী করে মেহেরপুর আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা নং সিআর ৩৫৮/২০। মামলায় বাদী পক্ষের আইনজীবি ছিলেন অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম ও আদিল করীম।
আসামী পক্ষের আইনজীবি ছিলেন অ্যাডভোকেট মোখলেছুর রহমান স্বপন। মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বাদী আব্দুস সালাম।