মেহেরপুর শহরের বড় বাজারের প্রবীন সার ও বিষ ব্যবসায়ী গিয়াস এন্ড সন্স এর স্বত্বাধিকারী গিয়াস উদ্দিনের লাশ দাফন সম্পন্ন হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ২ টার সময় শহীদ ডঃ সামসুজ্জোহা পার্কে নামাজে জানাযা শেষে পৌর কবরস্হানে দাফন সম্পন্ন হয়েছে।
জানাযাতে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক গোলাম রসুল, মেহেরপুর পৌর সভার মেয়র মাহফুজুর রহমান রিটন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড মারুফ আহমেদ বিজন, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাড. আঃ সালাম, মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, বড়বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরুজ্জামান দিপু, জেলা সার ও বিষ ব্যবসায়ী সমিতির সভাপতি হাফিজুর রহমান হাফি,মরহুমের ছোট ভাই বিশিষ্ট সার ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেনসহ শত শত ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
সোমবার দিবাগত রাতে গিয়াস উদ্দীন (৮৩) ঢাকাতে তার ছোট ছেলে তৌফিকের বাসায় ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মৃত্যুকালে তার স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, ভাই বোন, আত্মীয়স্বজন, বন্ধু বান্ধব ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মেহেরপুর শহরের ২ নং ওয়ার্ডের মৃত গোলাম গাউসের বড় পুত্র ছিলেন গিয়াস উদ্দীন। গিয়াস উদ্দীন ছিলেন মেহেরপুর জেলা শহরের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। এছাড়া তিনি শহরের বড়বাজারের একজন প্রবীণ ও সৎ সার বিষ ব্যবসায়ী হিসেবেই পরিচিত।