করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এর কারনে এবার ঈদের জামাত মসজিদে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন।
স্বাস্থ্যবিধি মেনে মেহেরপুর জেলার প্রতিটি মসজিদে ঈদের জামাত করার জন্য ঘোষনা দিয়েছে জেলা তথ্য অফিস।
শহরের কোর্টপাড়া জামে মসজিদে সকাল ৭টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে। গড় জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত ও হোটেল বাজার জামে মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়াও আহলে হাদিস জামে মসজিদে সকাল সাড়ে ৬টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে।
সবাইকে বাসা থেকে ওজু করে মসজিদে যেতে হবে মাস্ক পরে। কাতারে দাঁড়াতে হবে দূরত্ব রেখে। নামাজ শেষে কোলাকুলি বা হাত মেলানো যাবে না। করোনাভাইরাস অতি সংক্রামক বলেই এ ব্যবস্থা।