মেহেরপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে ১৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। এনিয়ে নতুন ধাপে জেলায় ৮২ করোনা আক্রান্ত রোগী রয়েছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ থেকে এ তথ্য জানা গেছে ।
আজ বুধবার মেহেরপুর জেনারেল হাসপাতাল, মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্স ও গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৭ জন এন্টিজেন টেস্টের নমুনা দিয়েছিলেন। এর মধ্যে ১৭ জন পজিটিভ হয়েছে। এছাড়া কুষ্টিয়া আরটিআর পিসিআর ল্যাব থেকে পাওয়া ফলাফলে আরো ২ জন করোনা পজিটিভ হয়েছেন।
আক্রান্তরা হলেন- আমঝুপি গ্রামের রাজিয়া (৩৮), চাঁদবিলের সুফিয়া (৬০), জাহাঙ্গীর আলম (৩৯), রাজাপুরের চাঁদনী খাতুন (১৬), সদর থানার নাজির (৫৮), মুখার্জী পাড়ার সুরভী (৩০), মল্লিকপাড়ার সুকান্ত অধিকারী (৩১), দারিয়াপুরের সালেহা খাতুন (৭৫), ২ নম্বর ওয়ার্ডের তহমিনা (৪০), বাড়িবাকার আতিয়ার (৩০), গাংনী হাসপাতালের শিরিনা খাতুন (৩০), জয়নাল আবেদীন (৫৮), মতিউল ইসলাম (৫৬), কোদাইল কাটির রিফান (১৪), শারমিন (৪৫), হুমায়ন কবির (৫২), সজল (২২), সদরের শ্যামপুরের শফিকুল ইসাম (৪০) এবং কোর্টপাড়ার সুমাইয়া খাতুন (২০)।