দীর্ঘ এক বছরেরও অধিক সময় ধরে মারণব্যাধী ক্যান্সারের সাথে লড়াই করে অবশেষে হেরে গেলেন মোনাখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনারুল ইসলাম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শনিবার বিকেল ৩ টায় গেদে চেকপোস্টে তিনি মৃত্যু বরন করন। মিনারুল ইসলাম মোনাখালী গ্রামের মোঃ জাফর আলির বড় ছেলে।
ক্যান্সার আক্রান্ত হয়ে তিনি প্রায় এক বছর ধরে চিকিৎসা নিচ্ছিলেন ঢাকার আহসানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালে। গত কয়েক মাস যাবত শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত ১০ই ডিসেম্বর তারিখে কলকাতার ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে সেখানকার কর্তব্যরত বিশেষজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসার সফলতার আশা না দেখে রোগী যত দ্রুত সম্ভব বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
মাত্র এক দিনের ব্যবধানে শনিবার বিকেল ৩ টায় গেদে চেকপোস্টের সন্নিকটে পৌঁছাতেই তিনি মৃত্যু বরন করন। তিনি স্ত্রী ও এক পুত্র সন্তানসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মিনারুল ইসলামের দেহ দেশে নেওয়ার জন্য আইনি প্রক্রিয়াগুলো সমাধা করার চেষ্টা চলছিল। সব কিছু ঠিক থাকলে আজ লাশ দেশে পৌঁছাতে পারে।
মিনারুল ইসলামের মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে যায় তার সহকর্মী শিক্ষার্থীসহ সকলেই। জানা যায় মিনারুল ইসলাম মোনাখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালিন প্রধান শিক্ষক। বিদ্যালয়টি প্রতিষ্ঠার ক্ষেত্রে তার মেধা, শ্রম, আত্মনিবেদন তাকে চিরঞ্জিব করে রাখবে। তার মৃত্যুতে শিক্ষক পরিবারসহ বিভিন্ন মহল শোকসন্তপ্ত পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছে।