সম্প্রতি অ্যাপল ম্যাকবুক এমথ্রি বের হওয়ার পর থেকেই মাইক্রোসফট ব্যবহারকারীদের আফসোস বেড়ে চলেছে। দীর্ঘদিন কোম্পানিটির তরফে তারা একটি পূর্নাঙ্গ মাইক্রোসফট ডিভাইস চাচ্ছিল। সে দৌড়ে অ্যাপলের সঙ্গে প্রতিযোগীতায় কোয়ালকম। মোবাইলের বাজারের পাশাপাশি তারা পিসি চিপেও কাজ করছে।
চলতি বছর অক্টোবরে কোয়ালকম স্ন্যাপড্রাগন সামিটে বলা হয়েছে, এবার কোয়ালকমের পিসি চিপ অ্যাপলকেও টেক্কা দেবে।
কোয়ালকমের পিসি চিপের সবচেয়ে বড় সুবিধা চিপটিতে জেনারেটিভ এআই রয়েছে। ফলে প্রসেসরটি লোকালি ডাটা প্রসেস করতে পারে ও ব্যবহারকারীদের অভিজ্ঞতা সমৃদ্ধ করবে। কোয়ালকম এবারই যে প্রথম এই প্রচেষ্টা করছে তা কিন্তু নয়। তাই কোয়ালকমের সাফল্য নিয়ে অনেকের মনে সন্দেহ থাকতেই পারে। কোয়ালকমের বিশ্বাস এবার তারা জেনারেটিভ এআই ব্যবহারের মাধ্যমে ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও ভালো করবে। ২০২৪ সাল নাগাদ তারা এক্স-এলিট সিরিজের ল্যাপটপের মাধ্যমে অ্যাপল ম্যাকবুক এমটুকে টেক্কা দেওয়ার কাজেও নামবে।
সূত্র: সিনেট