বিশ্বকাপে ফুটবল খেলায়
যার পরিচয় পাই।
ম্যারাডোনা নামটা যে তাঁর
তার তুলনা নাই।
অনেক রকম খেলাধূলা
আছে নানান ফ্রেম,
ম্যারাডোনা এনে দিলো
ফুটবলেতে প্রেম।
ফুটবলে যে তাঁর মতো আর
মিলবে নাকো জুরি,
স্রষ্টা তাঁকে করেছিলেন
আর্জেন্টিনার নুরি।
তাঁর প্রেমেতে পাগলপারা
তাইতো দেখি খেলা,
বিশ্বজুড়ে কেতন উড়ে
বসায় যেন মেলা।
তাঁর মরণে হৃদয় কাঁদে
আর পাবো না দেখা,
বিশ্বজুড়ে সবার মনে
নামটা রবে লেখা।