ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় প্রায় ছয় একর জায়গাজুড়ে ‘ইউরোপিয়ান পার্ক’ গড়ে তুলেছেন কণ্ঠশিল্পী সালমা। পার্কে হোটেল-রেস্তোরাঁয় শিশু-কিশোরসহ সব বয়সি মানুষের বিনোদনের জন্য নিত্যনতুন বিষয় যোগ করা হয়েছে।
সোমবার বিকালে উপজেলার জুগলী ইউনিয়নের তালতলা গ্রামে ইউরোপিয়ান পার্কের উদ্বোধন করেন কেন্দ্রীয় যুবলীগ প্রেসিডিয়াম সদস্য ও ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য জুয়েল আরেং।
ক্লোজআপ ওয়ান তারকা সালমা নিজ অর্থায়নে ওই পার্কটি নির্মাণ করেন।
অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান কণ্ঠশিল্পী সালমা ও তার স্বামী অ্যাডভোকেট সানাউল্লাহ নূরে সাগর।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল করিম, হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, পৌর মেয়র খায়রুল আলম ভূঞা, যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ আনোয়ার খোকন, সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া বেগমসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
কণ্ঠশিল্পী সালমার উদ্যোগে বিনোদন পিয়াসীদের জন্য এখন থেকে এই পার্ক উন্মুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, সালমার শ্বশুরবাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায়।