নীল আকাশে শুভ্র মেঘে
নিয়মিত করে খেলা,
শুধুই আমি খেলতে গেলে
এই প্রকৃতির অবহেলা।
ফুলে ফুলে বর্ষাকালে
রঙে রঙে নানা বাহার,
ফুলের রঙে হৃদয় ভরে
পটে জোটে নাতো আহার।
কত জনে জোছনা দেখে
স্নিগ্ধ আলো ভালোবাসে,
পাড়া রুটির মত চাঁদে
আমার দমটা আটকে আসে।
চাখের সামনে শুধুই খেলা
কত জনে আমায় খেলে,
যাতনারা তাড়ায় শুধু
যথায় সেথায় একা পেলে।