অপ্রথমবারের মতো রাশিয়ার মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ পরীক্ষা চালিয়েছে তুরস্ক। গতকাল শুক্রবার (২৩ অক্টোবর) জুমার নামাজের পর সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান। এসময় বিষয়টি সাংবাদিকদের কাছে নিশ্চিত করেন তিনি।
এদিকে, এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা চালানোয় যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির সম্ভাবনা দেখছেন সামরিক বিশেষজ্ঞরা। কারণ যুক্তরাষ্ট্র চায় না তুরস্ক রাশিয়ার তৈরি এই প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করুক। কিন্তু যুক্তরাষ্ট্রের এমন ইচ্ছাকে অগ্রাহ্য করেই কৃষ্ণ সাগরের উপকূলবর্তী তুরস্কের একটি শহর থেকে রাশিয়ার তৈরি এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালিয়েছে তুর্কি সেনাবাহিনী।
এ বিষয়ে এরদোগান বলেন, আমাদের সক্ষমতা থাকার পরও আমরা কেন পরীক্ষা চালাব না? আমরা অবশ্যই এজন্য আমেরিকার কাছে পরামর্শ চাইব না। আমরা আমেরিকার কাছে এজন্য তো অনুমতি নিতে যাব না। আমরা আমাদের কাজে প্রতিজ্ঞাবদ্ধ, আমরা আমাদের পথে ধারাবাহিকভাবে চলব। আমরা ধারাবাহিকভাবে করবে এটার পরীক্ষা চালাব।