ভারতের নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) বিশেষ তদন্তকারী দলের (এসআইটি) ডাকে সাড়া দিলেন না শাহরুখ খানের ছেলে আরিয়ান খান।
হাজিরা না দেওয়ার কারণ হিসেবে শাহরুখপুত্রের দাবি, তার শরীরে করোনার মতো উপসর্গ দেখা দিয়েছে। একই সঙ্গে হাজিরার তারিখ পিছিয়ে দেওয়ারও আর্জি জানিয়েছেন তিনি। খবর আনন্দবাজার পত্রিকার।
রোববার শাহরুখপুত্রকে তলব করেছিল এনসিবির বিশেষ তদন্তকারী দল। করোনার মতো উপসর্গের কথা জানিয়ে তিনি হাজিরা দেননি।
জ্বরের অজুহাতে কি আরিয়ান তলব এড়ালেন? তারকা-তনয়ের কোভিড রিপোর্ট দেখে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে এনসিবি।
হাজিরা পিছিয়ে দেওয়া নিয়ে আরিয়ানের আবেদন শোনা হবে কিনা, তা নির্ভর করছে তার স্বাস্থ্য পরীক্ষার ফলের ওপর।
আরিয়ানের সঙ্গে তার বন্ধু আরবাজ মার্চেন্ট এবং মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিকের জামাই সমীর খানকে তলব করেছে তদন্তকারী সংস্থা।
আরিয়ানকাণ্ডসহ মোট ছয়টি মামলার তদন্তভার এনসিবি মুম্বাই শাখার কাছ থেকে নিয়ে তুলে দেওয়া হয়েছে সেন্ট্রাল জোনের হাতে। এখন এনসিবির সেন্ট্রাল ইউনিটের ডেপুটি ডিরেক্টর জেনারেল সঞ্জয় সিংহের তত্ত্বাবধানে ওই মামলাগুলোর তদন্ত চলবে।
আরিয়ানের মামলার তদন্তে তাই আর যুক্ত থাকতে পারবেন না এনসিবির মুম্বাই ইউনিটের জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে।