কুষ্টিয়ার কুমারখালিতে অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের উপাদান ব্যবহার করে আইসক্রিম তৈরির অপরাধে ইমন নামে একজনকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একইসাথে কারখানা সীলগালা করা হয়।
বৃহস্পতিবার দুপুরে কুমারখালী উপজেলায় প্রাণ আইসক্রিম কারখানায় এ অভিযান চালানো হয়।
দন্ডপ্রাপ্ত ইমন উপজেলার সদকী খয়েরচারা এলাকার মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মুহায়মিনুল আল জিহান।
তিনি জানান, অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের উপাদান ব্যবহার করে আইসক্রিম তৈরি করছে এমন অভিযোগে উপজেলায় প্রাণ আইসক্রিম কারখানায় অভিযান চালানো হয়। এসময় দেখা যায় ভেজা এবং স্যাঁতসেঁতে নোংরা রুমের মধ্যে ঘনচিনি, স্যাকারিন, খাওয়ার অনুপযোগী রঙ, অ্যারারুট, সুইটিক্স ও ফ্লেভার, বাসি পঁচা পাউরুটি দিয়ে তৈরী করে সেগুলো বাজারজাত করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর ৪১ ধারায় ইমন নামে একজনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এছাড়া ভেজাল সামগ্রী এবং পচা আইসক্রিম ধ্বংস করা হয়। এবং আইসক্রিমের কারখানাটি বন্ধ করে দেয়া হয়।
অভিযানে সহায়তা করেন স্যানিটারি ইন্সপেক্টর আরাফাত রহমানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
কুঠিবাড়ি পরিদর্শন করলেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক
এসএম জামালঃ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শিলাইদহের রবীন্দ্র কুঠিবাড়ি পরিদর্শন করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাজ্জাদ হোসাইন।
বৃহস্পতিবার দুপুরে তিনি পরিদর্শনে আসেন।
কুমারখালি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে স্বাগত জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রাজিবুল ইসলাম খান।
পরে তাঁরা কুঠিবাড়ী চত্বর ঘুরে ঘুরে দেখেন এবং পুকুর পাড়ে বকুলতলায় বসে সেখানকার শিল্পীদের পরিবেশনায় রবীন্দ্র সঙ্গীত উপভোগ করেন।
পরিদর্শনের সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (যুগ্ম-সচিব) মোঃ হাবিবুর রহমান খানসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
এসএম জামাল, কুষ্টিয়া থেকে।
5 Attachments