করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে অসহায় মানুষের পাশে দাাঁড়িয়েছেন মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে ইউপি সদস্য আরমান আলী। আরমান আলীর নিজ উদ্যোগে প্রায় ১২’শ কর্মহীন হয়ে ক্ষতিগ্রস্থ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার শাড়ি লুঙ্গি সহ খাবার সামগ্রী বিতরণ করেন।
গতকাল রবিবার সকালে রাজনগর গ্রামে তার নিজ বাসভবন প্রাঙ্গণে এসকল উপকরণ বিতরণ করা হয়।
এসময় প্রতি পরিবার কে ১ কেজি পোলাও চাল, ২ কেজি আটা, ৫০০ গ্রাম চিনি, সেমাই, দুধ, শাড়ি, লুঙ্গিসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।
এসময় আরমান আলী বলেন, করোনা ভাইরাসের কারণে লকডাউনে খেটে খাওয়া মানুষেরা তাদের কর্ম হারিয়ে কষ্টের মধ্েয দিনযাপন করছে। ইউনিয়নের জনগণ আমাকে ভোট দিয়ে পরপর ৩ বার তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করছে। তাদের এই বিপদের দিনে আমি সর্বাত্বক সহযোগিতা নিয়ে তাদের পাশে থাকতে চাই। তাদের ভালোবাসার প্রতিদান দিতেই অসহায় ও দুঃস্থ মানুষগুলোকে আমৃত্যু সহযোগিতা করতে চাই।
তিনি সমাজের বিত্তশালীদের নিজ নিজ এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়াতে আহ্বান জানান। এসময় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।