মেহেরপুরের গাংনী উপজেলার ভাটপাড়া গ্রামে রাস্তা দখল করে বসছে হাট এমন জনদুর্ভোগের খবর দৈনিক মেহেরপুর প্রতিদিনে প্রকাশিত হওয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে হাটের নির্দিষ্ট স্থানে মাছের হাট স্থানান্তর করা হয়েছে।
গত শনিবার মেহেরপুর জেলার একমাত্র দৈনিক পত্রিকা দৈনিক মেহেরপুর প্রতিদিন এ “রাস্তায় বসে হাট জনদুর্ভোগ চরমে” এমন জনদুর্ভোগের সংবাদ প্রকাশিত হলে গাংনী উপজেলা প্রশাসনের দৃষ্টিগোচর হয়।
পরে হাটের ইজারাদারদের রাস্তায় হাট না বসিয়ে হাটের নির্দিষ্ট বিল্ডিংয়ে এবং নির্দিষ্ট স্থানে হাট বসানোর নির্দেশ দেন
গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম। এই নির্দেশনা মোতাবেক বুধবার থেকে হাটের নির্দিষ্ট স্থানে হাট বসতে শুরু করে। গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানমের এই উদ্যোগে দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে লেগুনা চালক
ইসরাফিল প্রশংসা করে জানান, বছর ধরে রাস্তায় হাট বসানোর কারণে যানচলাচল সহ পথচারীরা দুর্ভোগকে পড়তেন। আমরাও লেগুনা চালাতে যে ছোটখাটো দুর্ঘটনার মুখোমুখি হতাম।
গাংনী উপজেলা নির্বাহি অফিসার মৌসুমী খানমের এই উদ্যোগ যথার্থ এবং কার্যকরী হওয়ায় আমরা যারা বিভিন্ন গাড়ির চালক রয়েছে তারা স্বাচ্ছন্দে পথ চলতে পারব।
ট্রাকচালক তারেক হোসেন জানান, প্রতি রবিবার ও বুধবার ভাটপাড়া বাজারের উপর দিয়ে আসতে চলাচল করতে আমরা নানা বিড়ম্বনায় পড়তাম, এখন থেকে এই বিরম্বনায় আর পড়তে হবে না। আমরা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানাই।
ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রহিম জানান এই রাস্তাদিয়ে ছেলেমেয়েরা স্কুল ও কলেজে যাতায়াত করে। প্রতি রবিবার ও বুধবারে শিক্ষার্থীরা যাতায়াতে নানা ভোগান্তিতে পড়তো এখন থেকে এই ভোগান্তি আর রইল না। যথাস্থানে হাট বসায়অবমুক্ত একদিকে রাস্তা অবমুক্ত হয়েছে অন্যদিকে হাটের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম জানান, দৈনিক মেহেরপুর প্রতিদিন পত্রিকায় এমন জনগুরুত্ব সংবাদ প্রকাশ হলে আমরাও প্রশাসনের পক্ষ থেকে বিষয়গুলি নজরে আসে এবং ব্যবস্থা গ্রহণ করতে সহজ হয় ।