স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের গোলরক্ষক থিবো কোর্তোয়ার হাঁটুর সফল অস্ত্রোপচার হয়েছে। ক্লাবের পক্ষ থেকে একথা জানানো হয়েছে। নতুন মৌসুম শুরুর আগেই ইনজুরির কবলে পড়েছিলেন বেলজিয়ামের এই তারকা গোলরক্ষক।
সংক্ষিপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রিয়াল মাদ্রিদ জানায়, সফলতার সঙ্গে বেলজিয়ান আন্তর্জাতিক তারকার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে তার বাঁ পায়ের হাঁটুর লিগামেন্ট সমস্যার সমাধান হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে কোর্তোয়ার পুনর্বাসন কার্যক্রম শুরু হবে বলেও জানায় স্প্যানিশ জায়ান্টরা।
তবে মাঠে ফিরতে তার কতটা সময় লাগবে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানায়নি ক্লাবটি। পুরো মৌসুম তাকে মাঠের বাইরে কাটাতে হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এক সপ্তাহ আগে দলীয় অনুশীলনের সময় ইনজুরিতে পড়েন রিয়ালের এই গোলরক্ষক। দীর্ঘ দিন তার অনুপস্থিতির আশঙ্কায় কেপা আরিজাবালাগাকে দলভুক্ত করেছে ক্লাবটি। চেলসি থেকে পুরো মৌসুমের জন্য চুক্তিবদ্ধ হওয়া ওই গোলরক্ষককে গত মঙ্গলবার পরিচয় করিয়ে দেয় মাদ্রিদ।
এদিকে গত শনিবার অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে খেলতে নেমে একই রকম ইনজুরির শিকার হয়েছেন ক্লাবটির ব্রাজিলীয় ডিফেন্ডার এডার মিলিতাও। অচিরেই তারও অস্ত্রোপচার করা হবে জানিয়েছে রিয়াল।
সূত্র: ইত্তেফাক