হাট বাজারে ভিড়ের চোটে
পা ফেলা যে দায়
কেনাকাটা করতে সবাই
দোকান পাটে যায়।
পছন্দমত কিনছে সবাই
আলতা চুড়ি রঙ্গিন ফিতা
জামা কাপড় গয়না
সাথে আছে ছোট মনির খেলনা।
রোজার ঈদে রোজাদারের
নেই যে তেমন কেনাকাটা
আছে শুধু খোদার কাছে
গুনাহ মাফের প্রার্থনা।
গুনাহ থেকে মাফ যদি পাই
তবেই রোজার সার্থকতা
সেই খুশিতে রোজাদার
করবে পালন ঈদ।