২৭৩ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুরপাল্লার বাস শ্যামলী পরিবহনের চালক সাঈদ হোসেন (৪০) ধরা পড়লেন র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব-১২) গাংনী ক্যাম্পের সদস্যদের কাছে।
আটককৃত সাঈদ আলী গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের খেদ আলীর ছেলে।
গতকাল বুধবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ৯ টার দিকে জেলার গাংনী উপজেলা শহরের বাসস্ট্যান্ড থেকে তাকে আটক হন।
র্যাব-১২ (গাংনী) ক্যাম্পের কমান্ডার ও সহকারি পুলিশ সুপার মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা থেকে মেহেরপুরের গাংনী অভিমুখে ছেড়ে আসা শ্যামলী পরিবহন (ঢাকা মেট্রো-ব-১১-৬৪৪৯) থেকে ২শ৭৩ পিচ ইয়াবাসহ চালক সাইদ আলীকে আটক করা হয়েছে।
তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহন (ঢাকা মেট্রো-ব-১১-৬৪৪৯) এর চালক সাইদ আলীর দেহ তল্লাশী করা হয়। এসময় তার কাছ থেকে ২৭৩ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। সাঈদ হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রদানসহ গাংনী থানায় হস্তান্তরের করা হয়েছে।