বিদ্যুৎ গেলে অচল সবই
জ্বলে না যে আলো,
চর্তুর দিকে ঘিরে থাকে
অন্ধকারে কালো।
আলো ছাড়া ক্যামন করে
লেখা- পড়া চালায়,
পড়া-লেখার ব্যঘাত হচ্ছে
লোডশেডিং এর জ্বালায়।
মশার কামড় ভীষণ গরম
হচ্ছে অনেক কষ্ট,
লোডশেডিং এর জন্য সবার
সময় হচ্ছে নষ্ট,।
লোডশেডিং এর জন্য দেশে
হচ্ছে অনেক ক্ষতি,
দেশের মাঝে কমে যাবে
উন্নয়নের গতি।
কাজের অনেক ব্যঘাত হচ্ছে
লোডশেডিং কে ঘিরে,
বিদ্যুৎ –উৎপাদনের গতি
আনতে হবে ফিরে।