নানান আলোচনা-সমালোচনা-অঘটনের মধ্য দিয়ে শেষ হলো ২০২৩ ভারত বিশ্বকাপে প্রথম পর্বের ৪৫টি ম্যাচ। এবারের আসরে মোট ১০ দল অংশগ্রহণ করে। প্রতিটি দলই একে অপরের মুখোমুখি হয়েছে। আর ১০ দলের মধ্যে সেরা চার দলই নিশ্চিত করেছে রাউন্ড রবিন অর্থাত্ সেমিফাইনালের টিকিট। বাদ পড়েছে ৬টি দল।
বিশ্বকাপে সবার ওপরে থেকে সেমিফাইনালে খেলার টিকিট নিশ্চিত করে স্বাগতিক দেশ ভারত। প্রথম পর্বের শতভাগ জয় নিয়ে শীর্ষস্থানে ভারত। পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থেকে সেমিতে খেলার টিকিট নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। এছাড়া আফগানিস্তানের সঙ্গে ম্যাক্সওয়েলের ২০১ রানের সেই কালজয়ী ইনিংসের মধ্য দিয়ে তৃতীয় স্থানে থেকে সেমিতে খেলার টিকিট নিশ্চিত করে ২০১৫ সালের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। চলতি আসরের চতুর্থ দল হিসেবে বিশ্বকাপ সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে নিউজিল্যান্ড।
যদিও তাদের এই পথে লড়তে হয়েছে পাকিস্তান ও আফগানিস্তানের সঙ্গে, তবে তারা নিজেদের ম্যাচে হেরে যাওয়ায় কোনো সমস্যা হয়নি কিউইদের।
আইসিসির নিয়ম অনুসারে পয়েন্ট টেবিলের প্রথম ও চতুথ স্থানে থাকা দল সেমিতে মুখোমুখি হবে এবং পয়েন্ট টেবিলের দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দল ফাইনালের জন্য লড়াই করবে। সেই সমীকরণে স্বাগতিক দল ভারত আগামী ১৫ নভেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে খেলবে গত আসরের রানারআপ দল নিউজিল্যান্ডের সঙ্গে। সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচে ১৬ তারিখে ইডেন গার্ডেন্সে নামবে দক্ষিণ আফ্রিকা এবং ২০১৫ সালে বিশ্ব চ্যাম্পিয়ন দল অস্ট্রেলিয়া। সেমিফাইনালে নিজেদের সেরাটা দিয়ে ফাইনালে খেলার টিকিটের জন্য লড়বে দলগুলো।
বিশ্বকাপে ৯ ম্যাচ খেলে ৪ জয় ও ৫ হারে চলতি আসরের পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে থেকে বিশ্বকাপ শেষ করে ১৯৯২ সালের বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তান। টেবিলের ষষ্ঠ স্থানে থেকে বিশ্বকাপ শেষ করে আফগানিস্তান। তবে বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে না পারলেও বিশ্বকাপ আসরে নিজেদের নতুন করে তুলে ধরেছে আফগানরা। এই আসরে ৪ ম্যাচে জয় পায় আফগানরা, যা তাদের বিশ্বকাপ ইতিহাসের এক আসরের সর্বোচ্চ জয়।
পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে থেকে বিশ্বকাপ শেষ করে গত আসরের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড, যা ছিল এই আসরের সবচেয়ে বড় অঘটন। চলতি আসরে ৯ ম্যাচ খেলে ৩টি জয়ের বিপরীতে ৬টি ম্যাচে হারে ইংলিশরা। টেবিলের অষ্টম স্থানে থেকে বিশ্বকাপে মিশন শেষ করে বাংলাদেশ। এই আসরে ৯টি ম্যাচ খেলে ২টি ম্যাচে জয় পায় সাকিব আল হাসানের দল।
পয়েন্ট টেবিলের নবম দল হিসেবে বিশ্বকাপ শেষ করে ১৯৯৬ সালের বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। চলতি আসরে সবগুলো ম্যাচ খেলে ২টি জয়ের বিপরীতে ৭ ম্যাচে হারে লঙ্কানরা। প্রথম পর্বের তলানিতে থেকে বিশ্বকাপ মিশন শেষ করে নেদারল্যান্ডস। সব ম্যাচ খেলে ২টি জয় ৭টি হার ডাচদের।