হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচ। টস হেরে বোলিংয়ে নামায় আগের ম্যাচের স্মৃতি নিশ্চয়ই কারও কারও মনে এসেছিল। এই আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেই যে বিধ্বস্ত হয়েছিল বাংলাদেশ। তবে আজ (মঙ্গলবার) আর তেমনটা হয়নি। বরং দুর্দান্ত বোলিংয়ে আফগানদের নিয়ে ছেলেখেলায় মেতেছেন শরীফুল ইসলামরা।
আজ (মঙ্গলবার) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-আফগানিস্তান। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে নামা আফগানদের সংগ্রহ ৩৭ ওভারে ৮ উইকেটে ৯০ রান।
সফরকারী ব্যাটারদের ওপর রীতিমতো ঝড় বইয়ে দিয়েছেন বাংলাদেশের বোলাররা। যেখানে সবচেয়ে বেশি ভয়ঙ্কর শরীফুল। বাঁহাতি পেসার শুরুতেই এলোমেলো করে দেন আফগানদের ব্যাটিং লাইনআপ। দ্বিতীয় স্পেলে ফিরে আবার পেয়েছেন উইকেট। সেকারণেই সফরকারীদের হারানো প্রথম ৭ উইকেটের ৪টিই শরীফুলের।
প্রথম দুই ওয়ানডে বাজেভাবে হেরেছে বাংলাদেশ। এর মধ্যে তামিম ইকবালের অবসর-ঘটনায় দলের অবস্থা আরও খারাপের দিকে যায়। মাঠেও সেটির প্রভাব পড়েছে যথেষ্ট। ওই জায়গা থেকে ঘুরে দাঁড়ানোর সঙ্গে হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর মিশন এই তৃতীয় ম্যাচটি। গুরুত্বপূর্ণ সেই ম্যাচে তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ।
যার একটি শরীফুল। একাদশে সুযোগ পেয়েই সামর্থ্যের প্রমাণ আরও দিলেন এই পেসার। বাংলাদেশের উইকেট উদযাপনের শুরুটা আসে তার কাছ থেকেই। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ইব্রাহিম জাদরানকে আউট করে এনে দেন প্রথম উইকেট। মুশফিকুর রহিমের গ্লাভসে ধরা পড়ার আগে মাত্র ১ রান করতে পারেন ইব্রাহিম।
ওই উৎসব শেষ হতে না হতেই আবার শরীফুলের আঘাত। এবার শিকার রহমত শাহ। ওই মুশফিুকের গ্লাভাসবন্দি করেই তাকে ফেরান শূন্য রানে।
শরীফু্ল একদিক দিয়ে উইকেট নিচ্ছেন, পেস বোলিং সঙ্গী তাসকিন আহমেদ উইকেট না পেলে বেমানান হয় না! খানিক পর ডানহাতি এই পেসারও যোগ দিলেন উইকেট উৎসবে। আগের ম্যাচে দুর্দান্ত ইনিংস খেলা রহমানউল্লাহ গুরবাজের উইকেট তার দখলে। মুশফিকের গ্লাভসে ধরা পড়ার আগে গুরবাজ করতে পারেন মাত্র ৬ রান।
টপ অর্ডারের তিন ব্যাটারের বিদায়ের পর চাপ সামলাতে মাঠে আসেন মোহাম্মদ নবি। অভিজ্ঞ এই ব্যাটারও ঠেকাতে পারেননি বাংলাদেশের আক্রমণ। শরীফুলের তাণ্ডবে তিনিও বিধ্বস্ত। মাত্র ১ রান করে এলবিডব্লিউ নাবি। আর শরীফুলের নামের পাশে তৃতীয় উইকেট। এই পেসারের তোপে প্রথম পাওয়ার প্লেতে আফগানিস্তান নিতে পারে ৪ উইকেটে মাত্র ২১ রান।
সূত্র: ইত্তেফাক