ব্যবহারকারী যে ‘শর্টস’-এর ভিডিও পুনরায় অন্যান্য সামাজিক মাধ্যমে আপলোড করেন, সেই বিষয়টি ভালো করেই জানে ইউটিউব। আর সে কারণেই, এখন থেকে নিজের প্ল্যাটফর্মের ‘শর্টস’ ভিডিওতে জলছাপ যোগ করবে কোম্পানিটি।
একটি পোস্টে ইউটিউবের এক মুখপাত্র নতুন ফিচার নিয়ে বলেছেন, নির্মাতা যখন ‘শর্টস’-এর কোনো ভিডিও ডাউনলোড করবেন, তখন ওই ভিডিওতে জলছাপ যোগ করে দেবে কোম্পানিটি।
প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জের প্রতিবেদন অনুযায়ী, একটি অ্যাপে স্বল্পদৈর্ঘ্যের ভিডিও ক্লিপ তৈরি করে পরবর্তীতে তা ডাউনলোড করে অন্যান্য প্ল্যাটফর্মে পুনরায় পোস্ট করেন অনেক নির্মাতা। ‘শর্টস’-এ কেন জলছাপ যোগ হচ্ছে, সেই বিষয়টি নিজস্ব পোস্টে পরিষ্কার করেছে ইউটিউব।
“আপনার ডাউনলোড করা ‘শর্টস’-এ জলছাপ যোগ করেছি, কারণ, আপনার দর্শকরা যেন দেখতে পারে, বিভিন্ন প্ল্যাটফর্মে আপনি যে কনটেন্ট শেয়ার করছেন, তা ‘ইউটিউব শর্টস’-এও পাওয়া যাবে।” –পোস্টে লিখেছে ইউটিউব।
সকল শীর্ষস্থানীয় স্বল্পদৈর্ঘ্যের ভিডিও প্ল্যাটফর্মই নির্মাতা ও দর্শক আকর্ষণ করার প্রতিযোগিতায় নেমেছে। আর অন্যান্য কোম্পানি বিভিন্ন উপায়ে ক্রস-প্ল্যাটফর্ম শেয়ারিংয়ের বিষয়ে কথা বলছে।
ইউটিউবের এই সিদ্ধান্তের অনেক আগেই নিজস্ব প্ল্যাটফর্ম থেকে ডাউনলোড করা ভিডিওতে জলছাপ ও নির্মাতার নাম যোগ করে আসছিল টিকটক, যার মাধ্যমে সহজেই অ্যাপে গিয়ে আসল ভিডিওটি দেখতে পারেন দর্শকরা।
‘ইনস্টাগ্রাম রিলস’-এর অনেক নির্মাতাই যে আসল কনটেন্ট তৈরির পরিবর্তে টিকটক জলছাপ দেওয়া ভিডিও মাধ্যমটিতে পুনরায় পোস্ট করছিলেন, সেই বিষয়টি অজানা নয়।
২০২১ সালে ইনস্টাগ্রাম বলেছিল, তারা এমন কোনো রিলের প্রচারণা চালাবে না যেখানে প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্মের জলছাপ আছে। এপ্রিলে আরও একধাপ এগিয়ে মাধ্যমটি বলেছে যে ‘আসল কনটেন্টে’ গুরুত্ব দিতে নিজেদের অ্যালগরিদম নিয়ে কাজ করবে তারা।
ইনস্টাগ্রামের এই সিদ্ধান্তকে নির্মাতাদের কেবল রিলের জন্য কনটেন্ট তৈরির উদ্দেশ্যে ‘মূলা ঝুলানো’ হিসেবে আখ্যা দিয়েছে ভার্জ।
২০২০ সালে ‘শর্টস’ আত্মপ্রকাশের পর থেকেই এটি নিয়ে ব্যপকভাবে কাজ করে যাচ্ছে ইউটিউব। নিজস্ব অ্যাপের কনটেন্ট তৈরির উদ্দেশ্যে ‘শর্টস’ নির্মাতাদের জন্য আলাদা ১০ কোটি ডলার বরাদ্দ দিয়ে রেখেছে কোম্পানিটি।
ইউটিবের পোস্ট অনুযায়ী, ডেস্কটপে ‘শর্টস’-এর এই জলছাপ চালু হবে আগামী কয়েক সপ্তাহে ও পরবর্তী কয়েক মাসে মোবাইল ডিভাইসে বিস্তৃতি পাবে এটি।