শরতের নীল আকাশ জুড়ে
মেঘের ছুটাছুটি,
নদীর তীরে শুভ্র কাশের
হাওয়ায় লুটোপুটি।
মেঘের ফাঁকে রবির কিরণ
উঁকি দেয় আকাশে,
শেফালি বেলি মাধবী
সুবাস ছড়ায় বাতাসে।
মনের কোনে দোলা লাগে
শাপলা ফুলের রঙে,
শিউলি ফুলের মালা পরে
যুবতীরা অঙ্গে।
সবুজ ধানে ঢেউ খেলে যায়
দুরন্ত পবনে,
উড়ে চলা বকের সারি
পুলক জাগায় মনে।
শরৎ রানীর রূপ মাধুর্য
সতত আমায় ডাকে,
শুভ্র কাশের শোভা দেখতে
বসে নদীর বাঁকে।